হিলি বন্দরে পণ্যবাহী ৯৬ ট্রাক রেখে ভারতে ফিরে গেলেন চালকরা

হিলি বন্দরে পণ্যবাহী ৯৬ ট্রাক রেখে ভারতে ফিরে গেলেন চালকরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছেন। সাবেক সরকার প্রধানের দেশত্যাগের পর সংঘাত এড়াতে ভারতীয় ৯৬ জন ট্রাকচালক (খালাসি) পণ্যবাহী ট্রাক রেখে দেশে চলে গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছেন। সাবেক সরকার প্রধানের দেশত্যাগের পর সংঘাত এড়াতে ভারতীয় ৯৬ জন ট্রাকচালক (খালাসি) পণ্যবাহী ট্রাক রেখে দেশে চলে গেছেন।

সোমবার (৫ আগস্ট) বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, গত দুই দিনে ৯৬ জন ভারতীয় চালক বিভিন্ন পণ্যের ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেশে চলমান সংঘাতের কারণে তাদের পরিবার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ থেকে তাদের (খালাসি) চালকদের ফেরত চায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে ট্রাকচালকদের ফেরত কার্যক্রম শুরু হয়।

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, চলমান পরিস্থিতিতে বাংলাদেশে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালকদের পরিবার অনেকটা উৎকণ্ঠায় ছিল। পরিবারের লোকদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের খালাসিদের ফেরত দিয়েছি। আশা করছি, আমদানি-রপ্তানিতে এর কোনো প্রভাব পড়বে না।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের ভারতীয় শ্রমিকদের কোনো সমস্যা হয়নি। এখানে ট্রাকের (খালাসিরা) চালকরা নিরাপদে ছিলেন। সোমবার বন্ধের পর মঙ্গলবার বিকেলে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। 

ইমরান আলী সোহাগ/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *