ঝিনাইদহে চাঞ্চল্যকর ৫ হত্যা, ২১ বছর পর দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহে চাঞ্চল্যকর ৫ হত্যা, ২১ বছর পর দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ৫ হত্যা মামলায় ২১ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়াহ এ রায় দেন। 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ৫ হত্যা মামলায় ২১ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়াহ এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু পলাতক রয়েছেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানসহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়া এই মমালার বাকি চারজন আসামি মারা গেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন (৫ ডিসম্বার ২০০৩) শৈলকুপা থানায় ৩৬ জনের নামে হত্যা মামলা করেন। ২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে পুলিশ আদালতে  চার্জশিট দেন। এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ওই মামলা থেকে অব্যহতি দেন।

সরকারপক্ষে আইনজীবী অ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ও আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় দেন। আদালত যে রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *