কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই নেতার নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. জুয়েল রানা/এএমকে