৯০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

৯০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

কৃষিখাতে ব্যবহারের জন্য ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে পৃথক তিনটি প্রস্তাবের মাধ্যমে এই সার আমদানি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৪০১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা।

কৃষিখাতে ব্যবহারের জন্য ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে পৃথক তিনটি প্রস্তাবের মাধ্যমে এই সার আমদানি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৪০১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে প্রস্তাব তিনটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩য় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। গত ১১ তারিখে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভার অনুমোদনক্রমে ২০২৪-২৫ অর্থবছরে মুনতাজাত, কাতার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৫ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়।

কাতারের সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে প্রতি টন ৩৬৬ মার্কিন ডলার হিসেবে ৩য় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৭৬ লাখ টাকা।

বৈঠকে সৌদি আরব থেকে ৫ম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরব থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৫ লাখ ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ৫ম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি টন ৩৮২.৬৭ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো, বাংলাদেশ থেকে ৫ লাখ ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য প্রাইস অফার পাঠানোর অনুরোধ করা হলে কাফকো, বাংলাদেশ প্রাইস অফার পাঠায়।

কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি মেট্রিক টন ৩৬৫.৩৭৫ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৬১ হাজার ২৫০ ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

এমএম/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *