ডিআরইউ কলব্রিজে রানারআপ ঢাকা পোস্টের নূর মোহাম্মদ

ডিআরইউ কলব্রিজে রানারআপ ঢাকা পোস্টের নূর মোহাম্মদ

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এ পুরুষদের কলব্রিজ প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ। টুর্নামেন্টের ফাইনালে তিনি অধিকাংশ সময় প্রথম স্থানে ছিলেন। শেষের দিকে স্থান হারিয়ে হয়েছেন দ্বিতীয়। 

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এ পুরুষদের কলব্রিজ প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ। টুর্নামেন্টের ফাইনালে তিনি অধিকাংশ সময় প্রথম স্থানে ছিলেন। শেষের দিকে স্থান হারিয়ে হয়েছেন দ্বিতীয়। 

নূর মোহাম্মদ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত শিক্ষা ও সচিবালয় ভিত্তিক সংবাদ নিয়ে প্রতিবেদন করেন। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম ঢাকা পোস্টের প্রতিবেদকরা সেরা প্রতিবেদনের জন্য পুরস্কারের পাশাপাশি খেলাধুলাতেও সাফল্য অর্জন করে আসছেন। 

কলব্রিজ টুর্নামেন্টে দৈনিক খবরের কাগজের মতলু মল্লিক ৩১৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ঢাকা পোস্টের নূরের পয়েন্ট ৩১১। ২৬৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক বাংলাবাজারের দেলোয়ার হোসেন মহিন। ফাইনালের অপর প্রতিযোগী ছিলেন শামীম হাসান।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে কলব্রিজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে প্রতিটি বোর্ড থেকে দুইজন পরের রাউন্ডে খেলেন। পরের রাউন্ডের চার বোর্ড থেকে দুইজন করে উঠেন সেমিফাইনালে। সেমিফাইনালে দুই বোর্ডের শীর্ষ দুইজন ফাইনাল খেলেন। আগামীকাল ডিআরইউ ক্রীড়াকক্ষে নারীদের ক্যারম একক অনুষ্ঠিত হবে।

এজেড/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *