উত্তাল পঞ্চগড়, আ.লীগ কার্যালয়ে আগুন

উত্তাল পঞ্চগড়, আ.লীগ কার্যালয়ে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে অংশ গ্রহণ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের ছাত্র-জনতা। এতে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর। অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে অংশ গ্রহণ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের ছাত্র-জনতা। এতে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর। অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌড়ঙ্গী মোড়ে এসে জনস্রোতে রূপ নেয়। এ সময় তারা একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

সকাল থেকেই জেলা শহর দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। এক দফা দাবি আদায়ে প্রকম্পিত হয়ে উঠছে পঞ্চগড়ের রাজপথ। সকাল থেকে শহীদ মিনারের সামনে চৌরঙ্গী মোড়ে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় আন্দোলনকারীরা জেলার প্রধান সড়ক পঞ্চগড়-ঢাকা আঞ্চলিক প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একাংশ জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় সংরক্ষিত সংসদ সদস্য রেজিয়া ইসলাম ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বাড়িতে অংগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের কার্যত অচল হয়ে পড়েছে পঞ্চগড় শহর। ঘটনার ছবি তুলতে গিয়ে লাঞ্চিত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছে শহরের সকল দোকানপাট। বন্ধ রয়েছে সড়কের বাস চলাচল। সীমিত আকারে রিকশা, অটোরিকশা চলাচল করছে। সাধারণ যাত্রীরা ইজিবাইক ও পাগলুতে চড়ে আতঙ্ক নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। 

এদিকে জেলার তেঁতুলিয়াতেও শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  প্রায় দুই ঘন্টা শিক্ষার্থীদের অংশ গ্রহণে জনস্রোত পরিণত হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্তসহ ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’— এসব স্লোগান তুলে উত্তাল করে রাখেন পুরো এলাকা। 

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের। অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চলখ্যাত এ অঞ্চল।

এসকে দোয়েল/এনটি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *