মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইটির মোড়ক উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ওপর সম্পাদিত হয়েছে এটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইটির মোড়ক উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ওপর সম্পাদিত হয়েছে এটি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
আমিনা নিয়ামত, ইক্যুয়ালিটি, ডাইভার্সিটি ও কমিউনিকেশনস অফিসার এবং আলোকচিত্র সাংবাদিক এবং নেটওয়ার্ক সমন্বয়ক পারভেজ আহমেদ রনি এ তথ্য জানিয়েছেন।
দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী শহিদুল আলমের সম্পাদনায় “স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইটি যৌথভাবে প্রকাশ করেছে দৃক পিকচার লাইব্রেরি, ইআরকি এবং বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন।
জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের কার্টুনিস্ট ও শিল্পীরা তাদের প্রতিবাদী ভাষায় ভয়কে জয় করে এঁকেছেন একের পর এক ব্যঙ্গচিত্র। এসব কার্টুন দেশের সংবাদমাধ্যমে সীমিত হলেও নামে-বেনামে তা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা বিশ্বাস করি বিদ্রোহী কার্টুনিস্ট ও শিল্পীরা তাদের এসব শিল্পকর্মের মধ্য দিয়ে দেশের গণমানুষকে অনুপ্রাণিত করেছেন এবং অত্যাচারের প্রতিবাদে এবং সংহতি গড়ে তুলতে ব্যঙ্গচিত্রের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ব্যঙ্গচিত্রের এই বইটি বিদ্রোহী কার্টুনিস্টদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গৃহিত হবে বলে মনে করছি।
বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক পিকচার লাইব্রেরি এবং ইআরকি এসকল ব্যঙ্গচিত্রগুলোকে একত্রিত করে গত আগস্টে ‘কার্টুনে বিদ্রোহ’ শীর্ষক প্রদর্শনীর অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর একটি দলিল হিসেবে প্রকাশিত হয়েছে ‘স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইটি। নোবেল বিজয়ী ড. ইউনূস বইটির সংশ্লিষ্ট পুরো দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এনএম/এমএ