সপরিবারে ভারতে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে লিটনের স্ত্রী শাহিন আকতার রেনী ও ছোট মেয়ে শ্রেয়া জামান ভারতে চলে যান।
সপরিবারে ভারতে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে লিটনের স্ত্রী শাহিন আকতার রেনী ও ছোট মেয়ে শ্রেয়া জামান ভারতে চলে যান।
গত সোমবার (৫ আগস্ট) রাতে মেয়র রাজশাহী ছেড়ে ভারতের উদ্দেশ্যে চলে গেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এর আগে ওই দিন (৫ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে লিটন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপর তাকে নগর ভবন এলাকার মহিলা কলেজ রোডে গাড়িতে দেখা যায়। তারপর থেকে আর তাকে দেখা যায়নি।
দলীয় একাধিক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর রাতেই দেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী মহানগর যুবলীগের এক নেতা বলেন, দেশের পরিস্থিতি যখন ভালো ছিল তখন লিটনের বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রেজভী আহমেদ ভূইয়া থাইল্যান্ডে চলে যান। এরপর থেকে তারা সেখানেই রয়েছে। আর গত ৪ আগস্ট লিটনের স্ত্রী ও ছোট কন্যা ভারতে চলে যান। লিটনসহ যুবলীগের দুই-একজন নেতা যান ৫ আগস্ট রাতে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন।
শাহিনুল আশিক/আরএআর