মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ত্রিমুখী সংঘর্ষ, গুলি 

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ত্রিমুখী সংঘর্ষ, গুলি 

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ত্রিমুখী সংঘর্ষ চলছে। পুলিশ, আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। আহতদের সবাই আন্দোলনকারী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল পৌনে ৪টায় আল্লাহ করিম জামে মসজিদের সামনে থেকে আন্দোলনকারীরা লক্ষ্য করে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ছররা গুলি চালায় পুলিশ। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। 

সকাল থেকেই আন্দোলনকারীদের দখলে ছিল মোহাম্মদপুর এলাকা। বসিলা ব্রিজ থেকে তিন রাস্তার মোড়, পরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে দখন নেয় আন্দোলনকারারীরা৷ এ সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সামনে এগিয়ে আসতে নিষেধ করেন। পরে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়নি পুলিশ। 

পুলিশ অবস্থান নেওয়ার পর আগে থেকে আল্লাহ করিম জামে মসজিদের সামনে অবস্থানরত যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছিয়ে যান। বিকেল ৩টা পর্যন্ত অবস্থা স্বাভাবিক ছিল। 

এরপর আল্লাহ করিম জামে মসজিদের সিঁড়ি থেকে সামনের দিকে এগিয়ে আসতে থাকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাদের এক পক্ষ অবস্থান নেন বাঁশবাড়ি পুলিশ ফাঁড়ির মধ্যে। 

জানা গেছে, রহমতুল্লাহ নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের (বিইউপি) বিবিএ ১৩ ব্যাচের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।   

এমএসি/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *