২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত ও পুস্তক আকারে প্রকাশের জন্য সব বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত ও পুস্তক আকারে প্রকাশের জন্য সব বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শনিবার (২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে সব বিভাগে চিঠি প্রেরণ করেছেন।
সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত করার জন্য বিগত ১ বছরে ডিএসসিসির সব বিভাগের সামগ্রিক কার্যক্রম সংযুক্ত সরবরাহকৃত ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের জন্য বলা হয়েছে।
জরুরি ভিত্তিতে সচিব দপ্তরে হার্ড ও সফট কপি এবং প্রয়োজনীয়তা অনুসারে ছবি (যদি থাকে) প্রেরণের জন্য অনুরোধ নির্দেশনা প্রদান করা হয়েছে।
এএসএস/এমএসএ