‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন’-প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষ্যে ফারিন ফার্মেসি অ্যান্ড এনিমেল হেল্থ এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের সৌজন্যে পঞ্চগড়ে শতাধিক পোষাপ্রাণীকে বিনামূল্যে ভ্যাকসিন (টিকা) দেওয়া হয়েছে।
‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন’-প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষ্যে ফারিন ফার্মেসি অ্যান্ড এনিমেল হেল্থ এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের সৌজন্যে পঞ্চগড়ে শতাধিক পোষাপ্রাণীকে বিনামূল্যে ভ্যাকসিন (টিকা) দেওয়া হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে অফিস চত্বরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বিনামূল্যে পোষা প্রাণীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয় ফারিন ফার্মেসি অ্যান্ড এনিমেল হেল্থ এক্সপ্রেস।
অনুষ্ঠানের শুরুতেই বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাবুল হোসেন।
পরে অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জলাতঙ্ক নিয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আলোচনা করা হয়। জলাতঙ্ক রোধে সরকারিভাবে বিনামূল্যে জলাতঙ্কসহ প্রাণীদের সব টিকা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
চিকিৎসকরা বলছেন, প্রাণঘাতি জলাতঙ্ক বহু পুরোনো একটি সংক্রামক রোগ। কুকুর, বিড়াল, বানর, বেজি ও শিয়ালের কামড় বা আঁচড় দিলে এ রোগ হতে পারে। রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মতো সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। তাই কোনো কুকুর, বিড়াল, বেজি কিংবা শিয়াল কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে নিতে হবে। সঙ্গে যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গির আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. সেলিম উদ্দীন, জেলার পাঁচ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, ফ্রি টিকা প্রদানকারী প্রতিষ্ঠান ফারিন ফার্মেসি অ্যান্ড এনিমেল হেল্থ এক্সপ্রেসের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম তুহিন।
এসকে দোয়েল/জেডএস