গল টেস্টে নিউজিল্যান্ড ধুঁকছে প্রবলভাবে। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার ৬০২ রানের বিশাল পাহাড়ের নিচে চাপা পড়েছিল তারা। বিপরীতে প্রভাত জয়সুরিয়ার ৬ উইকেট আর নিশান প্যারিসের ৩ উইকেটের সুবাদে ৮৮ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। শ্রীলঙ্কার লিড হয় ৫১৪। ফলোঅন করতে পাঠিয়েছে প্রতিপক্ষকে।
গল টেস্টে নিউজিল্যান্ড ধুঁকছে প্রবলভাবে। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার ৬০২ রানের বিশাল পাহাড়ের নিচে চাপা পড়েছিল তারা। বিপরীতে প্রভাত জয়সুরিয়ার ৬ উইকেট আর নিশান প্যারিসের ৩ উইকেটের সুবাদে ৮৮ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। শ্রীলঙ্কার লিড হয় ৫১৪। ফলোঅন করতে পাঠিয়েছে প্রতিপক্ষকে।
ফলোঅনে নেমে শুরুটা অবশ্য খুব একটা মন্দ না নিউজিল্যান্ডের। এই প্রতিবেদন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১৫ রান। কিন্তু তার আগেই গলে লজ্জার রেকর্ড গড়েছে তারা। রেকর্ডবুকে নাম তুলেছে শ্রীলঙ্কাও। সবমিলিয়ে এদিন ১০ রেকর্ড হয়েছে প্রথম সেশনেই।
জেএ