চট্টগ্রাম সমুদ্র বন্দরের ডলফিন জেটি এলাকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরের ডলফিন জেটি এলাকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে, বেলা ১১টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের কয়েকটি টাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর/জেডএস