এবার সংসদ ভবনে ঢুকলো ছাত্র-জনতা

এবার সংসদ ভবনে ঢুকলো ছাত্র-জনতা

গণভবনের পর এবার জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছে আন্দোলনকারীরা ছাত্র-জনতা। এর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন।

গণভবনের পর এবার জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছে আন্দোলনকারীরা ছাত্র-জনতা। এর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে দলে দলে ছাত্র-জনতাকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

দেখা যায়, ছাত্র-জনতা সেখানে যে যেভাবে পারছে সংসদ ভবনে প্রবেশ করেছে। সেখানে প্রায় লক্ষ্যাধিক ছাত্র-জনতা রয়েছে। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেছে। উল্লাস করছে সবাই। খেজুর বাগানের মাঠসহ পুরো এলাকায় অবস্থান করছে ছাত্র-জনতা।

এর আগে, আওয়ামী সরকার পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্রজনতা। গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন। যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, গণভবনের সভাকক্ষে বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে সঙ্গে উদ্যম নৃত্যে মেতেছেন বিক্ষোভকারী জনতা। আরেকদিকে ঘড়ি, রাউটার, কাগজ, কম্পিউটার, চেয়ার, সোফা, এসি, ফ্রিজ, দেয়ালিকা থেকে শুরু করে সবকিছু নিতে বের হচ্ছেন বিক্ষোভকারীদের একাংশ। তবে, গণভবনের ফটকে কিছু বিক্ষোভকারী এসব মালামাল একত্রিত করছেন। জনসাধারণকে নিতে বাধা দিচ্ছিলেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, এ সম্পদ আমাদের। আমরাই নিয়ে যাচ্ছি। আজ আপামর জনসাধারণের বিজয় দিবস। 

এদিকে, রাজধানীর বিজয় সরণিতে আনন্দ মিছিল করছেন বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে এ মিছিলে যোগ দিয়েছেন রিকশাচালক, চিকিৎসক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এমএইচএন/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *