ঠাকুরগাঁও শহরের রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার পর শহরের প্রাণকেন্দ্র বড় মাঠ ঘিরে সবকটি রাস্তায় মিছিল নিয়ে লাখো ছাত্র-জনতার ঢল নামে।
ঠাকুরগাঁও শহরের রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার পর শহরের প্রাণকেন্দ্র বড় মাঠ ঘিরে সবকটি রাস্তায় মিছিল নিয়ে লাখো ছাত্র-জনতার ঢল নামে।
মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে চৌরাস্তা হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী কিংবা কিশোরী-সব বয়সের মানুষকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের বেশ কিছু গাড়ি দেখে মিছিলকারীরা সেনাসদস্যদের স্যালুট দিয়ে ও হাত নাড়িয়ে ধন্যবাদ জানান।
এর আগে বেলা ২টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলে খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। সেনাবাহিনী সেই সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্যধারণের অনুরোধ করে।
এরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। শহরের রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র-জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রাস্তায় নেমে আসেন তারা। বিজয়মিছিলে প্রাণ খুলে উল্লাস করেন ছাত্র-জনতা।
আরিফ হাসান/এএমকে