শ্রম আইনে ত্রুটি রয়েছে, সংশোধন করুন : শ্রমিক কল্যাণ ফেডারেশন

শ্রম আইনে ত্রুটি রয়েছে, সংশোধন করুন : শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, সরকার রাষ্ট্র সংস্কার করছে। এ সংস্কারে যেন দেশের শ্রমজীবী মানুষকে বাদ দেওয়া না হয়। এ দেশে ৭ কোটি ৩৫ লাখ ৭০ হাজার শ্রমিক আছে। এ শ্রমিকদের ওপর অন্যায় চলছে। তাদের ওপর অন্যায় যেন না হয়। শ্রম আইনে অনেক ত্রুটি রয়েছে, এগুলো সংশোধন করুন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, সরকার রাষ্ট্র সংস্কার করছে। এ সংস্কারে যেন দেশের শ্রমজীবী মানুষকে বাদ দেওয়া না হয়। এ দেশে ৭ কোটি ৩৫ লাখ ৭০ হাজার শ্রমিক আছে। এ শ্রমিকদের ওপর অন্যায় চলছে। তাদের ওপর অন্যায় যেন না হয়। শ্রম আইনে অনেক ত্রুটি রয়েছে, এগুলো সংশোধন করুন।

তিনি বলেন, শ্রমিকরা যেন মানবিক ও সামাজিকভাবে বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে শ্রমিকরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। তাদের বঞ্চিত রেখে নতুন স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি না। তাদের ব্যাপারে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ শ্রমিক পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট আতিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের পরিবার ও আহত ছয়জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে আছে। যারা শ্রমিকদের টার্মিনাল দখলে নিয়ে চাঁদাবাজি করে, শ্রমিক ফেডারেশন সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে। শ্রমিকদের নামে চাঁদাবাজি করলে, তাদের ওপর জুলুম করলে আমরা সেই অপশক্তিগুলোকে দমন করব। কোনো অন্যায়, অবিচার, জুলুম যাতে শ্রমিকদের সঙ্গে না হতে পারে, আমরা সেই আহ্বান জানাচ্ছি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র-জনতা-শ্রমিক তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের সব সমস্যা দূর করতে হবে। তাদের পরিবার থেকে চাকরির ব্যবস্থা করতে হবে। শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্যা পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনে জেলা কমিটির উপদেষ্টা মহসিন কবির মুরাদ, সহ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মমিন উল্যা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট মনজুরুল আলম মিলন প্রমুখ।

হাসান মাহমুদ শাকিল/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *