সাভারে দেশীয় মদ ও ফেনসিডিলসহ আটক ৩

সাভারে দেশীয় মদ ও ফেনসিডিলসহ আটক ৩

সাভারে ৭৫০ কার্টুন বোতলজাতকৃত দেশীয় মদ ও  ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সাভারে ৭৫০ কার্টুন বোতলজাতকৃত দেশীয় মদ ও  ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) রাতে র‍্যাব-৩, সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবদীন আলী (৫৮), বিশু রহমান (৩৭) ও আলিম (২১)।

র‍্যাব জানায়, র‍্যাবের কাছে গোপন তথ্যে খবর আসে যে সাভারের আমিনবাজার এলাকা দিয়ে মাদকের একটি বড়  চালান যাবে। তখন র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে অভিযান চালায়। এ সময় বড় একটি কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় মদ ও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাব-৩,সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল খবর পায় যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে মাদক নিয়ে রাজধানীতে প্রবেশ করবে একটি কারবারি। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় বোতলকৃত মদ ও ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রাতে জব্দকৃত মালামাল ও আটকদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *