প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছোট ভাই ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছোট ভাই ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলা কার্যালয়ের উপপরিচালক সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন চলতি বছরের ১৬ জানুয়ারি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অন্যদিকে দুদকের অনুসন্ধানে তার আয় ও ব্যয় হিসাব করে ২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। যার কোনো বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছে আনোয়ার। সব মিলিয়ে ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরএম/এমএ