১০০ বছরে আরএসএস, ‘ঐতিহাসিক মাইলফলক’ আখ্যা মোদির

১০০ বছরে আরএসএস, ‘ঐতিহাসিক মাইলফলক’ আখ্যা মোদির

১০০ বছরে পা দিচ্ছে ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। আর এ উপলক্ষ্যে আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১০০ বছরে পা দিচ্ছে ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। আর এ উপলক্ষ্যে আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, আরএসএস দেশের সেবায় নিয়োজিত রয়েছে। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছরে পা দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতের প্রধানমন্ত্রী মোদি একটি ইউটিউব লিংক শেয়ার করেন। বিজয়া দশমীতে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের লিংক শেয়ার করেছেন তিনি। এটি শোনার অনুরোধ জানিয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।

ওই পোস্টে আরএসএসের ১০০ বছরে পদার্পণ নিয়ে মোদি লেখেন, “দেশের সেবায় নিয়োজিত আরএসএস ১০০ বছরের পা দিচ্ছে। এই ঐতিহাসিক ক্ষণে সব স্বেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই। মা ভারতীর জন্য এই সংকল্প ও সমর্পণ দেশের প্রত্যেক প্রজন্মকে উজ্জীবিত করবে। একইসঙ্গে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে শক্তি জোগাবে।”

প্রসঙ্গত, ১৯২৫ সালে পথচলা শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)। নরেন্দ্র মোদিও একসময় আরএসএস প্রচারক ছিলেন। সেখান থেকে বিজেপিতে আসেন তিনি। বলা হয়, গত কয়েক দশকে বিজেপির সংগঠন বৃদ্ধিতে অবদান রয়েছে আরএসএসের স্বেচ্ছাসেবকদের।

এছাড়া বিজেপির জাতীয় ও রাজ্য স্তরে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সাধারণত থাকেন আরএসএস কর্মী।

টিএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *