‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই স্লোগানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলার শিক্ষকরা।

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই স্লোগানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলার শিক্ষকরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী রাজবাড়ী জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে ক‌ল্যাণপুর সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরার সভাপ‌তি‌ত্বে জেলা প্রাথমিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি হা‌বিবুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম টুকু, ইলিশখোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুটুল, সহকারী শিক্ষক কাজী শামসুল হক, নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। জাতী গঠনে শিক্ষার প্রথম স্তরে শিশুদের শিক্ষা দিচ্ছেন এ বিভাগের শিক্ষকরা। কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। যা ১০ম গ্রেডে উন্নীতকরণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা। 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্বার্থ ভৌমিকের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।

মানববন্ধনে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *