‘ট্যুরিজম অ্যান্ড পিচ’ বা পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রতিবছরের মতো হবিগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
‘ট্যুরিজম অ্যান্ড পিচ’ বা পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রতিবছরের মতো হবিগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর উদ্যোগে নিমতলা কালেক্টরেট থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দিবসের প্রতিপাদ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার, জেলা পুলিশ সুপারের প্রতিনিধিসহ অনেকে।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’ ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।
মোহাম্মদ সিজিল/এমএসএ