হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রাম

হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রাম

হঠাৎ করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো চট্টগ্রাম। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় একযোগে চট্টগ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। তাৎক্ষণিকভাবে কী কারণে এমনটা হলো তা জানা যায়নি।

হঠাৎ করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো চট্টগ্রাম। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় একযোগে চট্টগ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। তাৎক্ষণিকভাবে কী কারণে এমনটা হলো তা জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট, চকবাজার, কসমোপলিটান আবাসিক, বায়েজিদ, অক্সিজেন, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, চান্দগাঁও, রিয়াজুদ্দিন বাজার, চৈতন্য গলি, আগ্রাবাদ, বাকলিয়া, কল্পলোক আবাসিক, খুলশী ও কালুরঘাটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও চন্দনাইশ উপজেলায় বিদ্যুৎ নেই বলে জানা গেছে।

নগরীর অক্সিজেন অনন্যা আবাসিক এলাকার বাসিন্দা আজিজুর রহমান বলেন, রাত ১টা থেকে বিদ্যুৎ নেই। এখনও আসেনি। শুনছি চট্টগ্রামের কোথাও নাকি বিদ্যুৎ নেই।

নাছিরাবাদ এলাকার বাসিন্দা মামুনুল কবির বলেন, আমাদের আশপাশেও বিদ্যুৎ নেই। পুরো শহর অন্ধকার হয়ে আছে।

এদিকে চট্টগ্রামে বিদ্যুৎ না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন বিভিন্ন এলাকার মানুষ।

রাত ১টা থেকে বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লেও এর ৪০ মিনিট পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

আরএমএন/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *