সূরা বুরুজ পবিত্র কোরআনের ৮৫ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ২২।
সূরা বুরুজ পবিত্র কোরআনের ৮৫ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ২২।
সূরা বুরুজ
وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِ ۙ ١ وَالۡیَوۡمِ الۡمَوۡعُوۡدِ ۙ ٢ وَشَاہِدٍ وَّمَشۡہُوۡدٍ ؕ ٣ قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِ ۙ ٤ النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِ ۙ ٥ اِذۡ ہُمۡ عَلَیۡہَا قُعُوۡدٌ ۙ ٦ وَّہُمۡ عَلٰی مَا یَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِیۡنَ شُہُوۡدٌ ؕ ٧ وَمَا نَقَمُوۡا مِنۡہُمۡ اِلَّاۤ اَنۡ یُّؤۡمِنُوۡا بِاللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ ٨ الَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ؕ ٩ اِنَّ الَّذِیۡنَ فَتَنُوا الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ یَتُوۡبُوۡا فَلَہُمۡ عَذَابُ جَہَنَّمَ وَلَہُمۡ عَذَابُ الۡحَرِیۡقِ ؕ ١۰ اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۬ؕؑ ذٰلِکَ الۡفَوۡزُ الۡکَبِیۡرُ ؕ ١١ اِنَّ بَطۡشَ رَبِّکَ لَشَدِیۡدٌ ؕ ١٢ اِنَّہٗ ہُوَ یُبۡدِئُ وَیُعِیۡدُ ۚ ١٣ وَہُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُ ۙ ١٤ ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ ۙ ١٥ فَعَّالٌ لِّمَا یُرِیۡدُ ؕ ١٦ ہَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡجُنُوۡدِ ۙ ١٧ فِرۡعَوۡنَ وَثَمُوۡدَ ؕ ١٨ بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ تَکۡذِیۡبٍ ۙ ١٩ وَّاللّٰہُ مِنۡ وَّرَآئِہِمۡ مُّحِیۡطٌ ۚ ٢۰ بَلۡ ہُوَ قُرۡاٰنٌ مَّجِیۡدٌ ۙ ٢١ فِیۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ٪ ٢٢
সূরা বুরুজের বাংলা উচ্চারণ :
১.ওয়াছ ছামা-ই যাতিল বুরূজ।২.ওয়াল ইয়াওমিল মাও‘ঊদ।৩.ওয়া শা-হিদিওঁ ওয়া মাশহূদ।
৪.কুতিলা আসহা-বুল উখদূদ ।৫.আন্না-রি যা-তিল ওয়াকূদ।৬.ইয-হুম ‘আলাইহা-কু‘ঊদ।
৭.ওয়া হুম ‘আলা-মা-ইয়াফ-আলূনা বিলমু’মিনীনা শুহূদ।৮.ওয়া-মা-নাকামূ-মিনহুম ইল্লাআইঁ ইউ’মিনূ-বিল্লা-হিল ‘আঝীঝিল হামীদ।৯.আল্লাযী লাহূ-মুলকুছ ছামা-ওয়াতি ওয়াল আরদি ওয়াল্লা-হু ‘আলা-কুল্লি শাইয়িন শাহীদ।
১০. ইন্না-ল্লাযীনা ফাতানুল-মু’মিনীনা ওয়াল মু’মিনাতি ছুম্মা লাম ইয়াতূবূ-ফালাহুম ‘আযা-বু জাহান্নামা ওয়া লাহুম ‘আযা-বুল হারীক।১১.ইন্না-ল্লাযীনা আ-মানূ-ওয়া ‘আমিলুস-সা-লিহা-তি লাহুম জান্না-তুন তাজরী মিন তাহতিহাল আনহা-রু যা-লিকাল ফাওঝুল কাবীর।
১২. ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।১৩.ইন্নাহূ-হুওয়া ইউবদিউ ওয়া ই-উ‘ঈদ।১৪.ওয়া হুওয়াল গাফূরুল ওয়াদূদ।
১৫. যুল ‘আরশিল মাজীদ।১৬. ফা‘‘আ-লুল্লিমা-ইউরীদ।১৭. হাল আতা-কা হাদীছুল জুনূদ।
১৮. ফির‘আওনা ওয়া ছামূদ।১৯.বালিল্লাযীনা কাফারূ-ফী তাকযীব।২০. ওয়াল্লা-হু মিওঁ ওয়ারা-ইহিম মুহীত।
২১. বাল হুওয়া কুরআনুম-মাজীদ।২২. ফী লাওহিম মাহফূজ।
সূরা বুরুজ বাংলা অর্থ :
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের। এবং সেই দিনের, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং যে উপস্থিত হয় তার এবং যার নিকট উপস্থিত হয় তার। ধ্বংস করা হয়েছিল গর্ত-ওয়ালাদেরকে। ইন্ধনপূর্ণ আগুন-ওয়ালাদেরকে। যখন তারা তার পাশে বসা ছিল। এবং মুমিনদের সাথে তারা যা করছিল, তা প্রত্যক্ষ করছিল। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর। আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয় এবং আল্লাহ সমস্ত কিছু দেখছেন।
নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করেছে, তারপর তাওবাও করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি এবং তাদেরকে আগুনে জ্বলার শাস্তি দেওয়া হবে। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য আছে এমন উদ্যান, যার নিচে নহর প্রবাহিত। এটাই মহা সাফল্য। প্রকৃতপক্ষে তোমার প্রতিপালকের ধরা বড়ই কঠিন।
তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি প্রেমময়। আরশের মালিক, সম্মানিত। যা-কিছু ইচ্ছা করেন, তা করে ফেলেন। তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ। ফিরাউন ও ছামুদ (-এর বাহিনী)-এর? তা সত্ত্বেও কাফেরগণ সত্য প্রত্যাখ্যানে রত। অথচ আল্লাহ তাদেরকে তাদের পেছনে থেকে বেষ্টন করে রেখেছেন। (তাদের প্রত্যাখ্যানে কোরআনের কোন ক্ষতি হয় না) বরং এটা অতি সম্মানিত কোরআন। যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ। (সূরা বুরুজ, আয়াত : ১-২২)