সিএমএম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিজিবি

সিএমএম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিজিবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনা হবে কিছু সময়ের মধ্যে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোট প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা আদালত এলাকায় আসেন। এছাড়া আগে থেকেই আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন পুলিশের সদস্যরা।

জানা গেছে, নিউমার্কেটের দোকান কর্মচারী মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এই মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ। ইতোমধ্যে আদালতে মামলা ও রিমান্ড আবেদনের কাগজ পাঠানো হয়েছে।

এর আগে গ্রেপ্তার হওয়ার পর গতকাল রাত থেকেই তারা ডিবি হেফাজতে রয়েছেন।  

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

এমএইচএন/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *