বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেত্রীর বিরুদ্ধে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর কালুশাহ সড়কে অবস্থিত দুটি বাসভবনে এ হামলা চালানো হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেত্রীর বিরুদ্ধে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর কালুশাহ সড়কে অবস্থিত দুটি বাসভবনে এ হামলা চালানো হয়।
ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মিছিল কালুশাহ সড়ক থেকে যাওয়ার সময় অতর্কিতভাবে বাসায় হামলা চালানো হয়। আমার আওয়ামী লীগের কোনো পদ পদবি নেই। তারপরও নাসরিন ও সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তাক শাহিনের নেতৃত্বে আমার অফিস ও বাসা ভাঙচুর করা হয়। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।
একই সড়কে অবস্থিত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ভাড়া বাসার তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত মেয়রের ভাড়া নেওয়া। তিনি এই বাসাতেই থাকেন। ভবনটি আমার খালাতো ভাই হারুন অর রশিদের। বিএনপির নাসরিন মিছিল নিয়ে যাওয়ার সময় ভবনের জানালার গ্লাসে ইট মেরে ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তাদের সঙ্গে দা, চাপাতি থাকায় স্থানীয়রা কেউ কাছে যাননি।
এ বিষয়ে জানতে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর