সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের দুর্নীতি অনুসন্ধানে দুদক

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের দুর্নীতি অনুসন্ধানে দুদক

বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ অক্টোবর)  দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

খন্দকার মোশাররফ ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব। একইসঙ্গে ফরিদপুরের রাজনীতিতে তৈরি করেন শক্ত অবস্থান। ২০১৪ সালে টানা দ্বিতীয়বার এমপি হয়ে একক আধিপত্য বিস্তার করেন ফরিদপুরজুড়ে। আওয়ামী সরকারের তৃতীয় মেয়াদে টানা তিনবার এমপি হয়েছিলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন দায়িত্ব ছাড়ার পর আত্মীয়-স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ ওঠে। 

আরএম/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *