সাবেক প্রতিমন্ত্রী জাহিদসহ ১০০০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রতিমন্ত্রী জাহিদসহ ১০০০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের বরিশালের প্রভাবশালী কয়েকজন জনপ্রতিনিধিসহ এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এরমধ্যে রয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

আওয়ামী লীগের বরিশালের প্রভাবশালী কয়েকজন জনপ্রতিনিধিসহ এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এরমধ্যে রয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মামলা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলায় ৩৬৬ জনের নাম উল্লেখ এবং ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট দুপুরে ৬শ থেকে ৭শ জন পিস্তল, শটগান, ককটেল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নগরীর সদর রোডে বিএনপির অফিসে হামলা চালায়। তখন আসামিরা পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলে আসামিরা আসবাবপত্র, জিয়া স্মৃতি লাইব্রেরির বইসহ মূল্যবান দ্রব্য নষ্ট হয়ে যায়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সৈয়দ মেহেদী হাসান/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *