সরকারি চাকরিতে হিজড়াদের প্রবেশে কোটা সংরক্ষণ স্বস্তি তৈরি করেছে

সরকারি চাকরিতে হিজড়াদের প্রবেশে কোটা সংরক্ষণ স্বস্তি তৈরি করেছে

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে। এমন ইতিবাচক পদক্ষেপ এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে। এমন ইতিবাচক পদক্ষেপ এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। 

বুধবার (২১ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিষয়ে আমাদের মন, মনন ও চেতনায় নেতিবাচক ধ্যানধারণা রয়েছে। এক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের ভূমিকা রয়েছে। বর্তমানে উন্নত চিন্তা-চেতনা, গবেষণাধর্মী ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের স্থায়িত্বশীল অবস্থান তৈরি করতে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসারে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।

সভায় গবেষণা প্রবন্ধে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও স্বীকৃতির বিষয়, তাদের নিয়ে বিভ্রান্তি দূরীকরণ এবং ইতিবাচক পরিবর্তনে সুস্পষ্ট কৌশল প্রণয়নের বিষয় বিশেষভাবে আলোচিত হয়।

জাতীয় মানবাধিকার কমিশন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯ যৌথভাবে সভাটির আয়োজন করে। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরএইচটি/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *