শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে ফরিদপুরে যুবদল সভাপতি বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে ফরিদপুরে যুবদল সভাপতি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর মহানগরের যুবদল সভাপতি বেনজীর আহমেদ তাবরিজকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রোববার (১১ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর মহানগরের যুবদল সভাপতি বেনজীর আহমেদ তাবরিজকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রোববার (১১ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজকে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

‘ফরিদপুরে বিএনপির নাম ভাঙিয়ে মার্কেট দখলে ব্যস্ত তাবরিজ’-শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় রোববার দৈনিক মানবজমিন পত্রিকার সপ্তম পাতায়। ওই সংবাদে তাবরিজের একটি পোট্রেট ছবিও ব্যবহার করা হয়।

প্রকাশিত ওই সংবাদে বলা হয়, দিন বদলের পালায় ভাগবাটোয়ারায় ব্যস্ত সময় পাড় করছেন বেনজীর আহমেদ তাবরিজ। শহরের টেপাখোলা কাঁচা বাজারটি আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে খায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাজারটির নিয়ন্ত্রণ নিয়ে ব্যস্ত বিএনপির দলীয় কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তাবরিজ। এ ছাড়াও অনেক দুর্নীতির মধ্যে ইতোমধ্যে তার নাম বার বার আলোচিত হচ্ছে।

এ সংবাদের প্রতিবাদে তাবরিজ রোববার দুপুর দেড়টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রকাশিত ওই খবরকে ‘সর্বেব মিধ্যা এবং উদ্ভট’ হিসেবে দাবি করেন এবং প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করে বলেন, ফরিদপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ব্যক্তি বিশেষের অ্যাজেন্ডা বাস্তবায়নে অসাধু উপায় অবলম্বন করে মিথ্যাচারের আশ্রয় নিয়ে জনসম্মুখে ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আমাকে জড়িয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেনজির আহমেদ তাবরিজ বলেন, প্রকাশিত ওই সংবাদে আমার যে বক্তব্য ছেপেছেন তাও মনগড়া, কেননা ওই সাংবাদিক এ বিষয়ে আমার সঙ্গে কোনো কথা বলেননি।

তাবরিজ অভিযোগ করে বলেন, আমি গত নির্বাচনে ফরিদপুর পৌরসভার প্রার্থী ছিলাম। তখন জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নায়বা ইউসূফ দলীয় মনোনয়ন পান। পরে আমি প্রার্থীতা প্রত্যাহার করি। আমি আগামী নির্বাচনে ফরিদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে চাই। আমি যাতে আগামী নির্বাচনে আবারও প্রার্থী হতে না পারি এজন্য আগাম প্রস্তুতি হিসেবে কোনো ব্যক্তি বিশেষ তার অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য ওই সাংবাদিককে দিয়ে আমার ভাবমূর্তি হননের জন্য এ জাতীয় মিথ্যাচার প্রচার করছেন।

তাবরিজের বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির প্রথম সারির দুইজন নেতা কোনো মন্তব্য করতে রাজি হননি।

জহির হোসেন/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *