শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে তেঁতুলিয়ার দেয়ালের চিত্র

শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে তেঁতুলিয়ার দেয়ালের চিত্র

শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছিলেন শিক্ষার্থীরা। সরকার পদত্যাগ ও নতুন সরকার গঠনের পর আগের গ্রাফিতি মুছে সেই দেয়ালে এখন বিজয়ের চিহ্ন, ক্যালিগ্রাফি লিখছেন তারা।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছিলেন শিক্ষার্থীরা। সরকার পদত্যাগ ও নতুন সরকার গঠনের পর আগের গ্রাফিতি মুছে সেই দেয়ালে এখন বিজয়ের চিহ্ন, ক্যালিগ্রাফি লিখছেন তারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেয়াল লিখন ও ক্যালিগ্রাফিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) উপজেলার পর্যটনস্পট ডাকবাংলো পিকনিক কর্ণারের দেয়ালগুলো রাঙিয়ে তোলেন তারা।

সরেজমিনে দেখা যায়, রোববার থেকেই শিক্ষার্থীদের অনেকে দেয়াল দেয়াল পরিষ্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন, কেউ দেয়ালে লিখছেন। এসব চিত্রে দেখা গেছে ‘ক্ষমতা নয় সমতা চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ২৪-এর গণঅভ্যুথানসহ বিভিন্ন শ্লোগান। 

সিয়াম, জুলহাস, রবিউলসহ কয়েকজন দর্শনার্থী দেয়াল লিখনে নিজেদের মুগ্ধতা করেছেন। এ কাজের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন।

চিত্রশিল্পী হাসনাত সোহাগ জানিয়েছেন, সকাল থেকেই তেঁতুলিয়ার পর্যটনকেন্দ্র ডাকবাংলোর পিকনিক কর্ণারের দেয়ালগুলোতে অঙ্কন করেছি। এতে অংশ নিয়েছে পঞ্চগড়ের বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। আমি ও তানিন ভাইসহ সিনিয়র কয়েকজন ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারা বেশ উৎসাহ নিয়ে কাজ করেছে। তবে পর্যাপ্ত ফান্ড না থাকায় ওরা রং কিনতে পারেনি। এটা খারাপ লেগেছে। শুভানুধ্যায়ীরা এগিয়ে এসে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা উচিত। ওরা অনেক কিছু করতে পারে। ওরা চাইলেই অনেক কিছু করতে পারে, এজন্য প্রয়োজন উৎসাহ ও সঠিক নির্দেশনা। 

এসকে দোয়েল/এনটি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *