ভোমরা স্থলবন্দরে সব পণ্য আমদানির অনুমোদনে আনন্দ মিছিল

ভোমরা স্থলবন্দরে সব পণ্য আমদানির অনুমোদনে আনন্দ মিছিল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সকল ধরনের পণ্য আমদানির সুযোগ পেল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শুধুমাত্র গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির এই অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার দায়িত্বকালে এই বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানির অনুমতি পাওয়ায় খুশি আমদানিকারক ব্যবসায়ীরা।

বন্দরের এই খুশির খবরে বুধবার (৪ সেপ্টেম্বর) একটি আনন্দ মিছিল করেছে ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। 

মিছিল শেষে সমাবেশ বক্তব্য দেন- ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ছাড়া অন্যান্য সব পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোমরা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সব ধরনের পণ্য আমদানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্টরা।

ইব্রাহিম খলিল/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *