ভারতীয় দক্ষ কর্মীদের আরও ভিসা দিচ্ছে জার্মানি

ভারতীয় দক্ষ কর্মীদের আরও ভিসা দিচ্ছে জার্মানি

ভারতের দক্ষ কর্মীরা যাতে জার্মানির শ্রমখাতে যুক্ত হতে পারেন, সেজন্য আরও বেশিসংখ্যক ভিসা ইস্যু করতে রাজি হয়েছে বার্লিন। দুই বছর আগে অভিবাসন ইস্যুতে একটি চুক্তি সই করেছিল জার্মানি ও ভারত। ওই চুক্তির আলোকে পেশাজীবী ও শিক্ষার্থীদের জার্মানি আসার পথ সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের দক্ষ কর্মীরা যাতে জার্মানির শ্রমখাতে যুক্ত হতে পারেন, সেজন্য আরও বেশিসংখ্যক ভিসা ইস্যু করতে রাজি হয়েছে বার্লিন। দুই বছর আগে অভিবাসন ইস্যুতে একটি চুক্তি সই করেছিল জার্মানি ও ভারত। ওই চুক্তির আলোকে পেশাজীবী ও শিক্ষার্থীদের জার্মানি আসার পথ সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি, ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ভারতীয় আবেদনকারীদের ভিসা প্রাপ্তি সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর কথাও জানিয়েছে বার্লিন। এছাড়া ভারতীয় ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াটিকেও সহজ করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের দ্বিপাক্ষিক আলোচনার সময় এই ঘোষণা এসেছে।

ভারতীয় দক্ষ কর্মীদের প্রতিবছর ৯০ হাজার ভিসা দেবে জার্মানি। আগে এই সংখ্যাটি ছিল মাত্র ২০ হাজার। শলৎস বলেন, ‘‘বার্তাটি হলো, জার্মানি দক্ষ কর্মীদের জন্য উন্মুক্ত।’’

দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে জার্মানির উদ্যোগ নিয়েও কথা বলেন শলৎস। বর্তমানে জার্মানিতে আড়াই লাখ ভারতীয় বসবাস করছে বলেও জানান তিনি। জার্মানির এই চ্যান্সেলর বলেন, ওষুধ শিল্প, পরিচর্যা বা তথ্যপ্রযুক্তির মতো যেসব খাতে আমাদের কর্মী ঘাটতি রয়েছে; সেখানেই ভারতীয় কর্মীরা কাজ করছেন।

জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন তিনি। নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘যখন ভারতের গতিশীলতা এবং জার্মানির নিয়ম-নিষ্ঠা এক হবে, যখন জার্মানির প্রকৌশল এবং ভারতের উদ্ভাবন যুক্ত হবে…তখন ইন্দো-প্যাসিফিক এবং সারা বিশ্বের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত হবে।’’

জার্মানির জোট সরকারের নতুন উদ্যোগ অপরচুনিটি কার্ডের সুযোগ নিয়ে এ বছরের জুন থেকে অন্তত আড়াই হাজার অভিবাসী দেশটিতে এসেছেন। ২৪ অক্টোবর সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশের দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন এই প্রকল্প চালু করেছে জার্মান সরকার। অপরচুনিটি কার্ড নামের এই প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকেরা পয়েন্ট অর্জনের মাধ্যমে জার্মানিতে আসার সুযোগ পাবেন।

১ জুন থেকে কার্যকর হওয়া এই প্রকল্প দক্ষ বিদেশি কর্মীদেরকে চাকরির কোনও চুক্তিপত্র ছাড়াই জার্মানিতে আসার সুযোগ করে দেবে। জার্মানিতে এসে এক বছর থাকার অনুমতি পাবেন তারা। এই সময়ে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ পাবেন বিদেশি কর্মীরা।

জার্মান শ্রমবাজারে ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবিলায় নতুন এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর ফলে বিদেশিদের জার্মান শ্রমবাজারে ঢোকা সহজ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বছরের জুনে কার্যকর হওয়ার পর থেকে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি মাসে অন্তত ৫৫০টি সফল আবেদন নথিভুক্ত করেছে। নতুন এই প্রকল্পের অধীনে ভারতের নাগরিকরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন। দেশটির ৭৮০ জন নাগরিক এই ভিসা নিয়ে জার্মানি এসেছেন। এরপরই রয়েছে চীন, তুরস্ক এবং পাকিস্তানের নাম।  ইনফোমাইগ্রেন্টস।

এসএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *