বাংলাদেশে দীর্ঘ ৩৬ বছর জেল খাটার পর নিজ দেশে ফিরে গেছেন এক ভারতীয় নাগরিক। মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন তিনি।
বাংলাদেশে দীর্ঘ ৩৬ বছর জেল খাটার পর নিজ দেশে ফিরে গেছেন এক ভারতীয় নাগরিক। মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এক পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে, শাহজান মিয়া নামের এই ভারতীয়কে বাংলাদেশের বিবিরবাজার এবং ভারতের ত্রিপুরার শ্রীমান্তপুর নিরাপত্তা চৌকি দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। ওই সময় বাংলাদেশের পুলিশ-বিজিবি এবং ভারতের পুলিশ-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৯৮৮ সালে কোনো পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র ছাড়া কুমিল্লায় মামার বাড়িতে আসেন শাহজাহান। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ের একটি ‘মিথ্যা মামলায়’ পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং স্থানীয় আদালতের মাধ্যমে জেলে পাঠায়। অনুপ্রবেশের দায়ে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও অজানা কারণে তাকে জেল থেকে ছাড়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তবে পরবর্তীতে ভারতের আগরতলাভিত্তিক একটি প্রতিষ্ঠান শাহজাহান মিয়াকে জেল থেকে ছাড়িয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করে। শাহাজানের বাড়ি ছিল বাংলাদেশ সীমান্তবর্তী সিপাহীজালা বিভাগের দুর্গাপুরে।
এছাড়া তার পরিবার ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যেন তাকে ফিরিয়ে আনা হয়।
শাহজাহান মিয়ার ছেলে লিটন মিয়া আইএনএসকে জানিয়েছেন, তার জন্মের ১৩ দিন আগে তার বাবা বাংলাদেশে গ্রেপ্তার হয়। এরফলে এর আগে কোনোদিনই নিজের বাবাকে দেখেননি তিনি।
দীর্ঘ ৩৬ বছর পর নিজ দেশে ফিরে গিয়ে উচ্ছ্বশিত শাহজাহান বলেছেন, “বাংলাদেশের জেলে অনেক বছর কাটিয়েছি। আমি কখনো ভাবিনি আমার নিজের দেশে ফিরতে পারব। আমি যেন পুনর্জন্ম পেয়েছি। যারা জেল থেকে মুক্ত করে আমাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
সূত্র: আইএএনএস
এমটিআই