বাংলাদেশের যে পেসারকে সামলাতে ভারতের এত আয়োজন

বাংলাদেশের যে পেসারকে সামলাতে ভারতের এত আয়োজন

প্রতিপক্ষ দলের শক্তি-দুর্বলতা নিয়ে ক্রিকেটে কাজ করার রীতি নতুন নয়। বিশেষত সফল কোচদের এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করতে দেখা যায়। ভারতীয় কোচ গৌতম গম্ভীরও তেমনটাই করছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে কেন্দ্র করে। দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, স্পিন-পেসার মোকাবিলা ও সব কন্ডিশন মাথায় রেখে দুই রকম পিচে অনুশীলন করছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনরা।

প্রতিপক্ষ দলের শক্তি-দুর্বলতা নিয়ে ক্রিকেটে কাজ করার রীতি নতুন নয়। বিশেষত সফল কোচদের এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করতে দেখা যায়। ভারতীয় কোচ গৌতম গম্ভীরও তেমনটাই করছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে কেন্দ্র করে। দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, স্পিন-পেসার মোকাবিলা ও সব কন্ডিশন মাথায় রেখে দুই রকম পিচে অনুশীলন করছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনরা।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পথে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের পেসারদের। যাদের মধ্যে ভারতীয়দের কাছে অচেনা কেবল নাহিদ রানা। তাই সিরিজে তার বোলিং মোকাবিলায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে কারণে তার উচ্চতাসম্পন্ন পেসারকে অনুশীলনে ডেকেছে। পাঞ্জাবের পেসার গুরনুর ব্রার অংশ নিচ্ছেন চারদিনের এই ক্যাম্পে।

ভারতের দক্ষিণাঞ্চলের এই পেসার রোহিত-কোহলি ও গিলদের জন্য নেট বোলারের ভূমিকায় আছেন। ইতোমধ্যে গুরনুর প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ ম্যাচ খেলেছেন এবং আইপিএলের গত মৌসুমে ছিলেন পাঞ্জাব কিংসের স্কোয়াডে। তবে তাকে বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে রাখার মূল কারণ তার উচ্চতা (৬ ফুট ৪.৫ ইঞ্চি)। দেশটির একাধিক সংবাদমাধ্যমও এই বিষয়টি তুলে ধরেছে। যেখানে ২৪ বছর বয়সী এই তরুণের একইসঙ্গে গতি ও বাউন্স বজায় রেখে বল করতে পারার সামর্থ্যও উল্লেখ করা হয়েছে। যা নাহিদ রানার বল মোকাবিলায় সহায়তা করবে স্বাগতিক ব্যাটারদের।

২১ বছর বয়সী টাইগার পেসার নাহিদের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফলে তিনি অনেক উচ্চতা থেকে বল ছাড়েন বলে ব্যাটসম্যানসদের কিছুটা বেগতিক অবস্থায় পড়তে হয়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। বেশি উচ্চতা থেকে ছাড়ার কারণে তার বলের লেংথ এবং বাউন্সও আলাদা হয়। সেটারই মোকাবিলা করতে চাইছে ভারত। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩ টেস্ট খেলে ১১ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার।

চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশ-ভারত সিরিজ শুরু হবে। এখানকার লালচে পিচ সাধারণত স্পিন ঘরানার হয়ে থাকে, তবে চেন্নাইয়ের পিচের চরিত্রে বদল হতে পারে এবার। এম চিদাম্বরম স্টেডিয়ামে ঘূর্ণি উইকেটের পরিবর্তে জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজদের কথা মাথায় রেখে এমন পিচ তৈরি করা হতে পারে, যেখানে পেসার এবং স্পিনার উভয় বোলাররাই সুবিধা পাবেন। ফলে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বাংলাদেশের নাহিদও। তারই মোকাবিলায় আনা হয়েছে গুরনুরকে।

এদিকে, বাংলাদেশ সিরিজ দিয়ে ভারতীয় দলে মূল দায়িত্ব শুরু হবে বোলিং কোচ মরনে মরকেলের। সাবেক এই দক্ষিণ আফ্রিকান পেসারের অধীনে তরুণ পেসার আকাশ দ্বীপ ও যশ দয়ালরা ভালো করতে মুখিয়ে আছেন। তাদের বোলিং প্রান্তে দাঁড়িয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন মরকেল। অভিজ্ঞ বুমরাহ-সিরাজ অবশ্য এই কোচের কাজটা সহজ করে তুলতে পারেন। আবার, ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবদের পাশাপাশি মুম্বাইয়ের অফস্পিনার হিমাংশু সিংকেও রাখা হয়েছে নেট বোলার হিসেবে। এ ছাড়া আছেন তামিলনাড়ুর স্লো লেফট-আর্ম স্পিনার এস অজিত রাম।

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রওনা করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পাকিস্তান সিরিজের পর এবার ভারতেও তারা দারুণ কিছুর লক্ষ্য নিয়ে যাচ্ছেন। রোহিতদের বিপক্ষে এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেও জিততে পারেনি বাংলাদেশ। ভারত জিতেছে ১১টিতে, বাকি এক ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির কল্যাণে।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *