বাঁশঝাড়ে ঝুলছিল ১২ ফুট দৈর্ঘ্যের অজগর, বস্তায় ভরলেন স্থানীয়রা

বাঁশঝাড়ে ঝুলছিল ১২ ফুট দৈর্ঘ্যের অজগর, বস্তায় ভরলেন স্থানীয়রা

সাড়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি ঝুলছিল সাদেকুল ইসলামের বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে। সাপটি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় প্রশাসনকে।

সাড়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি ঝুলছিল সাদেকুল ইসলামের বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে। সাপটি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় প্রশাসনকে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেষা নন্দগছ এলাকা থেকে অজগর সাপটি ধরা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নন্দগছ গ্রামের সাদেকুল ইসলামের বাড়ির পাশে বাঁশঝাড়ে একটি অজগর সাপ নজরে আসলে আতংকিত হয়ে পড়েন এলাকার লোকজন। পরে দ্রুত তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তারা। এর মধ্যে সাপটিকে স্থানীয় লোকজন মাটিতে নামানোর চেষ্টা করেন। অনেক চেষ্টার পর সাপটি বাঁশঝাড়ের নিচে একটি ধানক্ষেতে পড়ে যায়। এরপর ধরে বস্তায় ভরার সময় সাপটি অজগর বলে নিশ্চিত হওয়া যায়।

এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ও বন বিভাগের কর্মকর্তারা অজগরটি উপজেলা বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট ও ৯ কেজি ২০০ গ্রাম মাপা হয়। অজগরটি অবমুক্ত করতে বিকেলে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়ে দেয় বন বিভাগ।

তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা নূরুল হুদা বলেন, দুপুরের তেঁতুলিয়ার দেবনগরে অজগর সাপটি ধরা হয়েছে। সাপটি সাড়ে ১২ ফুট দৈর্ঘ্যের। ওজন ৯ কেজি ২০০ গ্রাম। অজগরটির বয়স আনুমানিক এক বছর। ভারতীয় সীমান্তঘেষা এলাকায় ধরা পড়ায় অজগরটি কোনোভাবে চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারত হতে নদী পথে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এসকে দোয়েল/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *