ফের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির হলেন বুলবুল

ফের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির হলেন বুলবুল

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের পুনরায় আমির নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের পুনরায় আমির নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে ভোটগ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমির জামায়াত ফলাফল ঘোষণা করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহ দপ্তর সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, গত ১৮ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ৮ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনগণ প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। নির্বাচন গ্রহণের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

তাকে সহায়তা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সাত্তার। ২৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এটিএম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনগণ পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন। জামায়াতের সব ধরনের  নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন চাঁপাইনবাবগঞ্জের এ কৃতি সন্তান। 

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

উল্লেখ্য, নুরুল ইসলাম বুলবুল ১৯৯৮-২০০০ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগরীর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সেশনে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

জেইউ/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *