পূজায় সুযোগ সন্ধানীদের অপতৎপরতা রোধে নৌবাহিনী প্রস্তুত

পূজায় সুযোগ সন্ধানীদের অপতৎপরতা রোধে নৌবাহিনী প্রস্তুত

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেছেন, দুর্গাপূজায় সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সব পূজামণ্ডপের সুরক্ষায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেছেন, দুর্গাপূজায় সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সব পূজামণ্ডপের সুরক্ষায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহীনবাগ এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

‘তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষ্যে সব পূজামণ্ডপের সুরক্ষায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। 

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা আরও বলেন, পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলার বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে। যেকোনো নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে বলে মনে করেন রিয়ার অ্যাডমিরাল মুসা। পাশাপাশি তিনি সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এমএসি/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *