শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল দুই দিনে পাবনার সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তবে সড়কে শৃঙ্খলাহীন যানবাহন ও যানজট নিরসনে এগিয়ে এসেছে পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল দুই দিনে পাবনার সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তবে সড়কে শৃঙ্খলাহীন যানবাহন ও যানজট নিরসনে এগিয়ে এসেছে পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন।
গেল দুই দিনে সড়ক-মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ট্রাফিক পুলিশ ও পৌরসভার ট্রাফিক ছিল না। এমন পরিস্থিতিতে পাবনা শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ইয়োলো ল্যাম্প নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (৭ আগস্ট) সকালে শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। প্রশংসনীয় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
ট্রাফিক নিয়ন্ত্রণকালে ইয়েলো ল্যাম স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানান, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ায় আমরা শহরের বিভিন্ন পয়েন্টে ২৫ সদস্যের দল ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি এবং আইন মেনে চলাসহ বিভিন্ন সচেতনামূলক কাজ করছি।
শিক্ষার্থীরা জানান, আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয় ও যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে, তাই আমরা এই শ্রম দিচ্ছি। নিজেদের মানবিকতা থেকেই আমরা স্বউদ্যোগী হয়ে এ কাজে নেমেছি। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো।
রাকিব হাসনাত/এএমকে