পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

সড়কে চলাচলকারী মানুষের ক্ষোভের মুখে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন এই শিক্ষার্থীরা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীর আমতলী ফ্লাইওভারের নিচে অবস্থায় নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানান পথচারীরা।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী সকালে প্রথমে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ করেনে। পরে আমতলীতে এসে অবস্থান নেন। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, তিতুমীর জেগেছে,’ ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না, ‘ঢাবির আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘ঢাবির আগ্রাসন, মানি না, মানবো না’সহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজনীতির বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।

এএইচআর/এনএফ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *