বাঘের কঙ্কাল উন্মোচন করলো পটুয়াখালী বিশ্ববিদ্যালয়

বাঘের কঙ্কাল উন্মোচন করলো পটুয়াখালী বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের ল্যাবরেটরিতে নতুন করে সংযোজন করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের ল্যাবরেটরিতে নতুন করে সংযোজন করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল।

বুধবার (২৩ অক্টোবর) বাবুগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কঙ্কালটির উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

জানা গেছে, সংরক্ষিত এই বাঘটি ২০২২ সালে রংপুর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মারা যায়। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতিক্রমে একই বছরের অক্টোবর মাসে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের পরিশ্রমে বিভিন্ন প্রক্রিয়া ও কর্মকাণ্ড অবলম্বনের মাধ্যমে পূর্ণাঙ্গ কঙ্কাল প্রস্তুত হয়।

কঙ্কাল প্রস্তুতকরণ সদস্য ডা. মো. তারিকুর রহমান তারেক বলেন, অ্যানাটমি ল্যাব সমৃদ্ধ করার জন্য দুর্লভ বন্যপ্রাণী সংগ্রহ ও প্রস্তুতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাই পবিপ্রবির অ্যানাটমি ল্যাব হবে বন্যপ্রাণীর কঙ্কাল গবেষণার অন্যতম স্থান।

অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, আমি খুবই আনন্দিত, একটি তারুণ্যদীপ্ত উদ্যমী দল নিয়ে বাঘ এবং জলহস্তীর কঙ্কালের কাজটি শেষ করতে পেরেছি। ভবিষ্যতে নতুন কঙ্কাল সংযোজন করে ল্যাবকে সমৃদ্ধ করার এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।

অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, বাঘের কঙ্কালটি জ্ঞান অর্জনের অমূল্য ভাণ্ডার হয়ে থাকবে। এভাবেই পবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়ে দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করবে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এ ধরনের গবেষণামূলক ব্যতিক্রমধর্মী কাজে কঙ্কাল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র ও শিক্ষক দলটির স্বতঃস্ফূর্ত অবদান বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য সম্পদ হয়ে থাকবে, যা ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, কঙ্কাল তৈরিতে অংশগ্রহণ করেছেন ডা. তারিকুর রহমান তারেক, সানজিদ, বাতেন, লোকমান, আশরাফ, পিয়াস, আমিনুল, জামিন প্রমুখ।

২০২৩ সালে পবিপ্রবির অ্যানাটমি মিউজিয়ামে দেশের একমাত্র জলহস্তীর কঙ্কাল উন্মোচন করা হয়। এর আগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বাঘের কঙ্কাল তৈরি করা হয়।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *