নোয়াখালীর রাজপথে আন্দোলনকারীদের অবস্থান, কোথাও নেই পুলিশ

নোয়াখালীর রাজপথে আন্দোলনকারীদের অবস্থান, কোথাও নেই পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন চলছে। আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে নোয়াখালীতেও। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন চলছে। আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে নোয়াখালীতেও। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। 

আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক, জনতাসহ সকল শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। তবে পুরো এলাকার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। 

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। এ সময় শিক্ষার্থীদের ‘এক, দুই, তিন, চার-খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, এক দফা এক দাবি, স্বৈরাচার নিপাত যাক’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনার বিচার চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র-জনতা জেগেছে’, ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘আমার ভাই কবরে, পুলিশ কেন বাইরে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। 

জানা যায়, একদফা দাবিতে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ প্রায় সবকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। একাত্মতা পোষণ করে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, আইনজীবী ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। গণভবন জনগণের ভবন, স্বৈরাচারীর অবস্থান সেখানে হবে না। জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং সতর্ক অবস্থানে আছে। 

হাসিব আল আমিন/আরকে 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *