জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ভাদসা বাঁশকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এদিন সন্ধ্যায় জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে।
আটককৃত ওই যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে রুবেল হোসেন বিভিন্ন ব্যক্তি, এনজিও প্রতিষ্ঠানে মুঠোফোনে কল করে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অফিসার পরিচয় দেন। এরপর তাদেরকে সমাজসেবা অফিস থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে কি-না সে বিষয়ে খোঁজ-খবর রাখছেন। এমন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী ও এলাকাবাসীর সহযোগিতায় শনিবার রুবেলকে পুলিশ আটক করে।
এ ঘটনায় বাঁশকাটা কাজীপাড়ার এক ভুক্তভোগী শাকিল আহম্মেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন
চম্পক কুমার/এএমকে