নৈশপ্রহরীর হাত-পা বেঁধে খামারের গরু-ছাগল লুট

নৈশপ্রহরীর হাত-পা বেঁধে খামারের গরু-ছাগল লুট

চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৮টি গরু-ছাগল লুটের ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৮টি গরু-ছাগল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মর্তুজাপুর গ্রামে আলতাফ হোসেনের খামারে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুঠোফোনে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। চারটি গরু ও চারটি ছাগল নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খামারি আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, অনুমানিক রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল আমার ইটভাটার নৈশপ্রহরী মখছেদ মন্ডলকে হাত-পা চোখ বেঁধে ফেলে। এরপরই ইটভাটার সঙ্গে আমার খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে গেছে। এরমধ্যে একটি ছাগল জবাই করে একটি মাঠে ফেলে রেখে গেছে। 

আফজালুল হক/এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *