দাগনভূঞা থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার 

দাগনভূঞা থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার 

শেখ হাসিনার পতনের পর ফেনীর দাগনভূঞা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

শেখ হাসিনার পতনের পর ফেনীর দাগনভূঞা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১২ আগস্ট) পর্যন্ত দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনটি অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি অস্ত্র উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সদ্য গঠিত সর্বদলীয় আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির পৌর এলাকার সমন্বয়ক  এএসএম নূর নবী দুলাল থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেন। একইদিন আরেক ব্যক্তি একটি অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। এর আগে গত শনিবার থানা পুলিশের উপপরিদর্শক মো. নুরুল ইসলাম একটি অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

এনিয়ে এখন পর্যন্ত তিনটি অস্ত্র ও ১৩৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম। লুট হওয়া বাকি অস্ত্র ও গুলি উদ্ধারে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির পৌর এলাকার সমন্বয়ক ও জামায়াত নেতা এএসএম নূর নবী দুলাল বলেন, এক ব্যক্তি ফোনকলে দাগনভূঞা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পেয়েছেন এমন তথ্য জানান। পরে আমার কাছে নিয়ে এলে সেগুলো এনে থানায় জমা দিয়েছি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে ফেনী মডেল থানা, ছাগলনাইয়া ও দাগনভূঞা থানায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। 

তারেক চৌধুরী/এমএসএ  

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *