ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে বাংলাদেশ বিজনেস কমিটি ব্রুনাই। সংগঠনটির সদস্যদের পক্ষ থেকে ২৭ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকা) দেওয়া হয়েছে।
ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে বাংলাদেশ বিজনেস কমিটি ব্রুনাই। সংগঠনটির সদস্যদের পক্ষ থেকে ২৭ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকা) দেওয়া হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের অনুমতিক্রমে উপসচিব মো. সারওয়ার আলম এই অনুদানের ব্যাংক চেক গ্রহণ করেন।
এ সময় সংগঠনের সদস্য মো. হাসানুর ইসলাম, মো. আলতাব হোসেন, হাজী বাকের উদ্দিন ও মো. হায়তাস উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিজনেস কমিটি ব্রুনাইয়ের নেতৃবৃন্দ বলেন, বন্যার্ত এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে প্রবাসী বাংলাদেশি হিসেবে দেশবাসীর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
এ সময় কমিটির পক্ষ থেকে সব সদস্যকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানানো হয়।
সরকার ও দেশবাসীর পাশে থেকে বন্যার্তদের সাহায্য বাংলাদেশ বিজনেস কমিটি ব্রুনাই অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।
এমএ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।