তটিনীর দুষ্টুমি নিয়ে মুখ খুললেন তৌসিফ

তটিনীর দুষ্টুমি নিয়ে মুখ খুললেন তৌসিফ

শুরুটা বিজ্ঞাপন দিয়ে। টোল পড়া এক গাল হাসি দেখিয়ে বিদ্যুৎগতিতে দর্শকের মনে গেঁথে যান তানজিম সাইয়ারা তটিনী। এরপর থেকে নাটক-ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে জড়িয়ে গেলেন অভিনয় জগতে।

শুরুটা বিজ্ঞাপন দিয়ে। টোল পড়া এক গাল হাসি দেখিয়ে বিদ্যুৎগতিতে দর্শকের মনে গেঁথে যান তানজিম সাইয়ারা তটিনী। এরপর থেকে নাটক-ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে জড়িয়ে গেলেন অভিনয় জগতে।

বেশ কিছু নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তটিনী। দর্শকপ্রিয়তার তুঙ্গে উঠতে খুব বেশি কাঠখড়ও পোড়াতে হয়নি তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনাও কম নয়। দর্শকদের কাছে যেন রীতিমতো একটা লক্ষ্মী মেয়ে তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে তটিনীকে নিয়ে। প্রশ্নটি করা হয় তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুবকে। তাকে জিজ্ঞাসা করা হয়, তটিনী দর্শকদের কাছে লক্ষ্মী, তবে তার দুষ্টুমিটা কী আসলে?

এরপর তৌসিফ বলেন, ‘ওর দুষ্টুমিটা হচ্ছে মাঝে মাঝে ডায়ালগ ভুলে যাওয়া। আবার ডায়ালগ দেওয়ার সময় হেসে দেয়। মানে খুবই দুঃখের সিন চলছে, যেমন একটু আগেই একটা স্যাড সিন করলাম, আমি ওকে স্যাড কিছু একটা বলছি। ওর রিঅ্যাকশন হবে চোখ দিয়ে পানি পড়া, কিন্তু ফিক ফিক করে হেসে দিল! কি হল? তটিনী বলে- ভাই আমার ওই ঘটনা মনে পড়েছে। আমি বলি, তুমি সিনের মধ্যে ঢুকো, আবার শুরু করো। মানে এমন ছোটমানুষি টাইপের দুষ্টুমি করে; এছাড়া কী আর করবে।’

তটিনীর শোবিজে আগমন সবমিলিয়ে পাঁচ বছরের। অবশ্য অভিনয় করছেন বছর কয়েক ধরে। ‘কল্পনা’ আর ‘সুহাসিনী’র মাধ্যমে প্রশংসা ও ভালোবাসা প্রশংসা কুড়িয়েছেন তটিনী। গত ঈদে তার ‘নয়নতারা’ নাটকটিও ব্যাপক আলোচিত হয়। সেখানে তার অভিনয়ও সবার নজর কাড়ে। নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ডিএ

 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *