ডিএসইর সূচক ৬ হাজার ছাড়াল, লেনদেন ২ হাজার কোটি

ডিএসইর সূচক ৬ হাজার ছাড়াল, লেনদেন ২ হাজার কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। লেনদেন শেষে রোববার ডিএসইএক্স পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে দুই হাজার কোটি টাকার বেশি।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। লেনদেন শেষে রোববার ডিএসইএক্স পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে দুই হাজার কোটি টাকার বেশি।

গত তিন কার্যদিবসের মতো রোববারও (১১ আগস্ট) সূচকের উত্থানে শেষ হয়েছে বাজারের লেনদেন। এদিন ডিএসইর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৫ ও ২১৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে দুই হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৪০৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ২০৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৮২ পয়েন্টে। সিএসইতে ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *