জরায়ুমুখ ক্যান্স্যার টিকা নিয়ে অপপ্রচার চলছে : স্বাস্থ্য উপদেষ্টা

জরায়ুমুখ ক্যান্স্যার টিকা নিয়ে অপপ্রচার চলছে : স্বাস্থ্য উপদেষ্টা

জরায়ুমুখ ক্যান্স্যার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

জরায়ুমুখ ক্যান্স্যার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

রোববার (৩ নভেম্বর) চট্টগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ জাতীয় পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। আমি মনে করি অপপ্রচার সবসময় থাকে। একসময় আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করেছি, ডায়রিয়া নিয়ে কাজ করেছি তখনও অপপ্রচার ছিল। অপপ্রচার রুখে দেওয়ার শক্তি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

তিনি বলেন, এটার ওপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মানুষ যদি সচেতন হয়, যে যেদিক থেকে বাধা নিয়ে আসুক না কেন তা অতিক্রম করা সম্ভব।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তা, শিক্ষক সমাজসহ বিভিন্ন স্তরের অংশীদারে সঙ্গে সভা করেছি। যেন সবার অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি।

এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে, এরই মধ্যে ২৫ লাখ টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করি সবার সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকা দেওয়া সম্পন্ন করতে পারব।

আরএমএন/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *