চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্টদের পদত্যাগের সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্টদের পদত্যাগের সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।
ভিডিও বার্তায় তিনি বলেন, যাদের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে, বোনদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং যারা সব সাধারণ শিক্ষার্থীদের তাড়িয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের আবাসিক হলে আশ্রয় দিয়েছে, সেই সব প্রশাসনিক কর্মকর্তা তথা ভিসি, প্রো-ভিসি, প্রক্টরিয়াল বডি ও সমস্ত হলের প্রভোস্টদের আগামীকাল (৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হলো। দুপুর ১২টার মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করব।
এসএসএইচ