গ্রেপ্তারের একদিন পরেই ডিবি হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররমের জামিন

গ্রেপ্তারের একদিন পরেই ডিবি হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররমের জামিন

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ‘ক্যাশিয়ার’ খ্যাত মোকাররম সর্দার (৪৮) জামিন পেয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ‘ক্যাশিয়ার’ খ্যাত মোকাররম সর্দার (৪৮) জামিন পেয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে জামিন আবেদন করা হলে আদালত সময় নেন। বিকেলে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মোকাররম সর্দার কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দামপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি নিকলী উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান।

এর আগে গত ২ অক্টোবর চাঁদা দাবি ও মারধরের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মোকাররমসহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়। জনৈক শাহ আলম ২০ লাখ টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন।

জানা যায়, মোকাররম সর্দারের বাবা নূরুল ইসলাম নব্বইয়ের দশকের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। মোকাররম স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের হাত ধরে শ্রমিক সর্দার হন। পলাশের সহায়তায় চাঁদাবাজিসহ জাহাজের মালামাল লুট করে প্রচুর সম্পদের মালিক হন।

২০১৮ সালের ডিসেম্বরে হারুন অর রশিদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হয়ে এলে তার প্রশ্রয়ে মোকাররম সর্দার জাহাজের পণ্য চোরাইয়ের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেন। বিভিন্ন স্পট থেকে হারুনের জন্য চাঁদা আদায় করে দিতেন মোকাররম।

কিশোরগঞ্জেও সম্পত্তি গড়েছেন মোকাররম। গত ২১ মে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক ডিবি প্রধান হারুন কিশোরগঞ্জ জেলা পুলিশকে ব্যবহার করে তাকে জিতিয়ে আনেন বলে অভিযোগ রয়েছে।

আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *